মাইক্রোসফ্ট অফিস অ্যাপ্লিকেশনকে আমরা অনেকেই শর্ট কাটে MS Word বলে থাকি।অফিস-আদালতে প্রয় সব স্থানে এই অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার কারা হয়।
তবে অফিস অ্যাপ্লিকেশন বা MS Word এ কাজ করার সময় দ্রুত কাজ করার জন্য শর্ট কাট কী বোর্ড ব্যবহার করলে কাজের অনেক সময় কম লাগে।শুধু MS Word এ নয় কম্পিউটারের যে কোন ক্ষেত্রে দ্রুত কাজ করার জন্য কী বোর্ড শর্ট কাট অতি প্রয়োজন। আর অনেক সময় মাউস দিয়ে কাজ করতে গেলে অনেক সময় লাগে । তাই কী বোর্ড শর্ট কাট জনা থাকেলে সময় অনেক কম লাগে।

MS Word Keyboard shortcuts: অফিস অ্যাপ্লিকেশন বা MS Word এ ব্যবহৃত অতিব প্রয়োজনীয় কিছু কী বোর্ড শর্ট কাট আপনার জেনে রাখা দরকার।
১) Ctrl + N Command দিলে নতুন একটি ডকুমেন্ট তৈরি হবে।
২) Ctri + Enter দিয়ে নতুন আর একটি পেজ নিতে পারবেন।
৩) Ctrl + W ব্যবহার করে MS Word এর সব ডকুমেন্ট কে ক্লোজ করতে পারবেন।
৪) Ctrl + S MS Word এর সব ধরনের ডকুমেন্ট সংরক্ষন করতে ব্যবহার করা হয় ।
৫) Ctrl + Shift + S এটি ব্যবহার করে Save As command দেওয়া হয় ।
৬) Ctrl + O MS Word ফাইল এ অন্য কোন ডকুমেন্টকে ওপেন এর জন্য এটি ব্যবহার কারা হয়।
৭) Ctrl + C ব্যবহার করে ডকুমেন্ট এর যে কোন লেখা copy করা হয় ।
৮) Ctrl + X ব্যবহার করে ডকুমেন্ট এর যে কোন লেখা cut করা হয় ।
৯) Ctrl + V MS Word এর কোন Copy অথবা Cut করা লেখা paste করার জন্য ব্যবহৃত হয় ।
১০) Ctrl + P MS Word এর যে কোন ডকুমেন্ট print করার জন্য ব্যবহার করা হয়।
১১) Ctrl + Z undo করার জন্য ব্যবহৃত হয় ।
১২) Ctrl + F MS Word এর কোন শব্দ খুঁজে বের করার জন্য ব্যবহার হয় ।
১৩) Ctrl + H MS Word ফাইলের কোন অক্ষর বা শব্দ কে অন্য কোন অক্ষর বা শব্দ দ্বারা পরিবর্তন করার জন্য ব্যবহার হয় ।
১৪) Ctrl + G ফাইলের কোন নির্দিষ্ট পেজে যেতে ব্যবহৃত হয় ।
১৫) Ctrl + B লেখা বোল্ড করার জন্য ব্যবহৃত হয় ।
১৬) Ctrl + U লেখা আন্ডার লাইন করার জন্য ব্যবহৃত হয় ।
১৭) Ctrl + I ফাইলের কোন লাইন ইতালিক ভাবে উপস্থাপন করার জন্য ব্যবহৃত হয় ।
১৮) Ctrl + A ফাইলের সকল লেখা সিলেক্ট করা জন্য ব্যবহৃত হয়।
১৯) Ctrl + L বাম পাশ থেকে লেখা শুরু করার জন্য ব্যবহৃত হয়।
২০) Ctrl + E ফাইলে লেখা মাঝ খানথেকে শুরু করার জন্য ব্যবহৃত হয়।
২১) Ctrl + R ফাইলে লেখা ডান পাশ থেকে শুরু করার জন্য ব্যবহৃত হয়।
২২) Ctrl + J সব লেখা উভয় দিকে সমান করার জন্য ব্যবহৃত হয় ।
২৩) Ctrl + [ এর মাধ্যমে লেখা ছোট করা হয় ।
২৪) Ctrl + ] এর মাধ্যমে লেখা বড় করা হয় ।